28 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ঢাকা নির্বাচন রাজণীতি

রাজনীতিতে শত মত, শত পথ থাকতে পারে: মনসুর আহমদ

মৌলভীবাজার ২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন, রাজনীতিতে শত মত, শত পথ থাকতে পারে। দলমতের পার্থক্য থাকতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার যার মত প্রকাশ করবে। কিন্তু জয়বাংলা ও জাতির জনকের বিষয়ে কোনো আপোস নাই। সাংবিধানিকভাবে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সেটাও অস্বীকার করার সুযোগ নেই।

সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর এই প্রথম নিজ নির্বাচনী এলাকায় এসে ইয়াকুব তাজুল মহিলা বিদ্যালয় অ্যান্ড কলেজের মিলাদ মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক এ ভিপি বলেন, ভারতের মহাত্মা গান্ধী জাতির পিতা, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন, চায়নার মাও সেতুং জাতির পিতা, চীনা বিপ্লবী মার্কসবাদী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা তেমনি বাংলাদেশের বেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জয় বাংলা বাদ দিয়ে বাংলাদেশ কল্পনা করা যাবে না।

জাতীয় নির্বাচন চলাকালীন অবস্থায় যা হয়েছে সেই সব ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কুলাউড়ার মানুষ শত প্রতিকূলতার মাঝেও দল মতের ঊর্ধ্বে উঠে আমাকে নির্বাচিত করেছেন। তারা চান দীর্ঘদিনের অবহেলিত কুলাউড়ার উন্নয়ন। তাই আমি কথা দিচ্ছি আপনাদের সবাইকে নিয়ে একটি মডেল কুলাউড়া উপজেলা উপহার দেয়ার। কারণ কুলাউড়ার উন্নয়ন প্রশ্নে কোনো আপোস নয়। আপনারা ভোট দিয়েছেন বলেই ১৮ বছর পর এমপি হিসেবে আমি উপস্থিত হয়েছি। দেশের কল্যাণ, মানুষের কল্যাণে, কুলাউড়ার কল্যাণে ও বৃহত্তম সিলেটের কল্যাণে আমার ভূমিকা সরব থাকবে।

কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফের সঞ্চালনায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক এমপি আব্দুল মতিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আহসান উদ্দিন আহমদ।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official