32 C
Dhaka
মার্চ ১২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও অভিনেতা শাহিদ কাপুর একটা সময় বলিপাড়ায় প্রেমের চর্চায় শীর্ষে ছিলেন। তাদের ঘনিষ্ঠতা এমন জায়গায় পৌঁছেছিল যে, ভক্ত-অনুরাগীরা তো বটেই—এমনকি পরিবারের লোকজনও সেই সম্পর্ককে পরিণতি পাবে বলেই ধরে নিয়েছিলেন। মূলত বিশেষ করে শাহিদ-কারিনার চুমুর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাদের প্রেম আরও প্রকাশ্য হয়ে ওঠে। তবে সেই রোম্যান্স বেশি দিন টেকেনি। কারণটা হয়তো আজও অনেকেরই অজানা।

অবশ্য পরে বিভিন্ন সময় কারিনাকে এ বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় ‘জব উই মেট’-এর শুটিং চলাকালীনই কারিনা আর শাহিদের বিচ্ছেদ ঘটে। তাদের ব্রেকআপের খবর ছড়িয়ে পড়লেও এতদিন এর আসল কারণ রহস্যই ছিল। কেউ-ই তখন বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম কিংবা ঘনিষ্ঠজনদের কাছেও মুখ খুলেননি। কারণটা অজানাই থেকে যায়।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা নিজেই জানালেন, কেন তাদের সম্পর্কের ইতি ঘটেছিল। যদিও তাদের পথ আলাদা হয়ে গেছে, তবু অভিনেত্রীর শুভকামনা রয়ে গেছে সাবেক প্রেমিক শাহিদের প্রতি।

আবার পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর কারিনা কাপুর শাহিদ প্রসঙ্গে নিশ্চুপ হয়ে পড়েন। অতীত নিয়ে কথা বলা তিনি মোটেও পছন্দ করেন না। আর সে কারণে বিভিন্ন জায়গায় শাহিদ প্রসঙ্গ এড়িয়েই চলতেন অভিনেত্রী। তবে এবার সেই নীরবতা ভাঙলেন কারিনা কাপুর।

কারিনা বলেন, শাহিদ বন্ধুর মতো ভালো ছিলেন। তবে তার ইগো ছিল অনেক বেশি। আর সেটাই তাদের সম্পর্কে সমস্যা তৈরি করেছিল। সামান্য কথাতেই ঝগড়া হতো। আর ঝগড়া হলেই শাহিদ কথা বলা বন্ধ করে দিত। রাতের পর রাত ফোনও করত না।

তবে কারিনা এটাও স্বীকার করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে শাহিদ অনেক বদলেছেন। এখন হয়তো আগের মতো ইগোটা আর নেই।

সম্পর্কিত পোস্ট

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পামেলা

banglarmukh official

বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

banglarmukh official

মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

banglarmukh official

সোনা পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেফতার, মিলল চাঞ্চল্যকর তথ্য

banglarmukh official

বিয়ের আগেই তামান্না-বিজয়ের ভাঙন!

banglarmukh official