25 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

সাকিবের প্রিমিয়ার লিগ খেলার সুযোগ দেখি না

বিপিএলের ফাইনালেই আঙ্গুলের পুরনো ইনজুরিটা মাথাছাড়া দিয়ে ওঠে। যে কারণে নিউজিল্যান্ড সফর মিস করেন বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আঙ্গুলের চিকিৎসা এখনও চলছে সাকিবের। এরই মধ্যে তিনি আবার চলমান ঢাকা প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।

সাকিব যে প্রিমিয়ার লিগ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন, সেটা কয়েকদিন আগে নিজেই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ আবারও তার কাছে জানতে চাওয়া হয়, সাকিবের প্রিমিয়ার লিগ খেলার বিষয়টা। তখনই বিসিবি সভাপতি জানান, সাকিবের প্রিমিয়ার লিগ খেলার সুযোগ কম।

বিসিবি সভাপতি পাপন বলেন, ‘সাকিব খেলতে চায়। আমাকেও বলেছে। ২০ তারিখে ওকে ডাক্তাররা দেখবে। এরপর জানা যাবে। এটা পুরোটাই ডাক্তারেদর উপর নির্ভর করছে।

এরপরই তিনি জানান, সাকিবের প্রিমিয়ার খেলার সুযোগ দেখি না। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, ওর প্রিমিয়ার লিগ খেলার কোনো সুযোগই দেখি না, এক্কেবারে না। ওদের তো লিস্টেই নাম ছিলো না। খেলতে চাইলেই তো হবে না। ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু এতো সহজ জিনিস না যে, ইচ্ছে হলেই খেলবো!

সাকিব প্রিমিয়ার লিগ খেলবে না জানিয়ে দেয়ার কারণে, লিগের আগে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটেও নাম ছিল না তার। বিসিবি সভাপতি সরাসরি জানিয়ে দিলেন, প্লেয়ার ড্রাফটেই তো সাকিবের নাম ছিল না। সে খেলবে কিভাবে?

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official