30 C
Dhaka
অক্টোবর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

সাকিব-তামিমদের জন্য ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা পাপনের

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জয়। সেঞ্চুরিয়নে তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে তামিম ইকবালের দল।

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা অর্জন নিঃসন্দেহে। দলের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাখুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি পুরো দলের সঙ্গে মোবাইলে কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বিসিবির পক্ষ থেকে ৩ কোটি টাকা পুরস্কারও ঘোষণা করেছেন।

দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে অবস্থান করা বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের সঙ্গে আলাপে জানিয়েছেন এই খবর।

জালাল ইউনুস বলেন, ‘আমার স্পিকার (মোবাইলের) অন করে দিয়েছিলাম। মাননীয় সভাপতি (নাজমুল হাসান) সাহেব পুরো দলের সাথে কথা বলেছেন। সবাই খুশি।’

প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’

সঙ্গে যোগ করেন জালাল ইউনুস, ‘একটা ঘোষণা ছিল এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।’

এসময় সিরিজ জয়ের প্রতিক্রিয়ায় জালাল বলেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো অবিশ্বাস্য। এটা অবশ্যই ঐতিহাসিক এক জয়। কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকা ভারতকে হোয়াইটওয়াশ করেছে। আমরা সিরিজ জিতেছি, অবশ্যই বড় প্রাপ্তি।’

সম্পর্কিত পোস্ট

সাকিবের নতুন ভিডিও ভাইরাল

banglarmukh official

দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলআউট ১০৬

banglarmukh official

বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরা হচ্ছে না সাকিবের

banglarmukh official

শাহিন বাবর নাসিম বাদ, যা বললেন আফ্রিদি

banglarmukh official

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি লেগ-স্পিনার

banglarmukh official

অর্ধেকের বেশি কমতে যাচ্ছে সাকিবের বেতন

banglarmukh official