হুজাইফা রহমান:
স্বাধীনতা শব্দটি মনে এলে বুকের ভেতরে এক তীব্র যন্ত্রনা অনুভব করি।
তখন মনে পরে যায় পঁচিশে মার্চের অপারেশন সার্চ লাইটের কথা।
মনে পরে যায় ঢাকা শহরের রক্তাক্ত রাজপথের কথা।
মনে পরে যায় নিরীহ নিরস্ত্র বাঙালী জাতির মুক্তির করুণ ইতিহাস।
আর বুলেটের আঘাতে ছিন্নভিন্ন দেহগুলোর কথা আমার মনে পরে যায়।
মনে পরে যায় কত মা বোনের ইজ্জত সম্ভ্রমহানির কথা।
স্বদেশের মধ্যে ওত পেতে থাকা ভিনদেশীদের দালালের কথা আমার মনে পরে যায়।
মনে পরে যায় ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত লাল সবুজের স্বাধীনতা।
আজো আমি খুঁজে ফিরি শেকড় থেকে শিখড়ে বাঙালী জাতির অস্তিত্বের ঠিকানা।