বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে। গতকাল রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র জহিরুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আল-আমিন সহ অন্যান্যরা। শিক্ষার্থী বক্তারা বলেন, বর্তমানে সরকারি চাকরিতে ৫৬ ভাগ কোটা রয়েছে। এটিকে ১০ ভাগে নামিয়ে আনতে হবে। কোটায় কোন ধরনের বিশেষ পরীক্ষা নেয়া যাবেনা। চাকরির জন্য সবার ক্ষেত্রে অভিন্ন নম্বর ও বয়সসীমা নির্ধারণ করেতে হবে।
কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এছাড়া কোটা সুবিধা একাধিক বার ব্যবহারের নিয়ম বন্ধ করার দাবি জানান তারা। বক্তারা বলেন, বর্তমান নিয়মে মেধাবীরা বৈষম্যের শিকার হচ্ছে। তাই অবিলম্বে কোটা পদ্ধতি সংস্কারসহ ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।