এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

‘দেশ ও জনগণের স্বার্থে মাদক নির্মূল করতে হবে’

দেশের উন্নয়নে প্রধান বাধা মাদক। তাই দেশ ও জনগণের স্বার্থে মাদক নির্মূল করতে হবে। এছাড়া সন্ত্রাস ও জঙ্গী নির্মূল সকলের সহায়তা কামনা করেছেন বরিশাল র‌্যাব‌-৮ এর নবাগত কমান্ডিং অফিসার মো. জামিল হাসান। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই আহবান জানান তিনি।

এ সময় র‌্যাবের নতুন কমান্ডিং অফিসার পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মো. জামিল হাসান বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করা শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে। সন্তানরা কোথায় যায়, কার সাথে মেলামেশা করে সব কিছুই নজরদারিতে রাখতে হবে। যে কোন অপরাধের তথ্য পাওয়া মাত্র র‌্যাবকে জানানোর আহবান জানান তিনি। সকলের সহযোগীতায় র‌্যাব-৮ এর দায়িত্বপূর্ণ ১১টি জেলায় মাদক নির্মূল এবং জঙ্গী ও সন্ত্রাস দমন করার কথা বলেন তিনি।

র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার মো. জামিল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. মিজানুর রহমান, র‌্যাব-৮ এর স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর মো. জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলসহ বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (বিইমজা) সভাপতি ফিরদাইস সোহাগসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official