অক্টোবর ৩১, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রশাসন বরিশাল

অপরাধ দানাবাঁধার আগে দমন করাই আধুনিক পুলিশিং- এনামুল হক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে থানা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিগত ওপেন হাউজ ডে’র কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে আগত ভুক্তভোগীর কথা সারাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এসময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান এর বরাত দিয়ে অতিরিক্ত কমিশনার এনামুল হক বলেন, ‘প্রো এক্টিভ পুলিশিং এর ওপর গুরুত্ব দিতে হবে। অপরাধ করা আর ধরা নয়, অপরাধ দানাবাঁধার আগেই তা দমন করা আধুনিক পুলিশিং। এসময় পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দেন তিনি।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএমপি’র উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন মজুমদার- পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ মোহাম্মদ সেলিম, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) মো. খলিলুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official

এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

banglarmukh official

রাষ্ট্রপতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

banglarmukh official

বিএনপি-জামায়াতসহ সব দলকে একতাবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

banglarmukh official

গৌরনদী বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

banglarmukh official

পায়রা সমুদ্রবন্দরের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’

banglarmukh official