27 C
Dhaka
অক্টোবর ৩১, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন

এসআই দুর্জয় ও শাপলার ‘দুর্জয়ের ডায়েরি’ উন্মোচন আজ

পুলিশ বাহিনীর সাফল্যের গল্প জনগণের সঙ্গে ভাগ করে নিতে বাংলাদেশ পুলিশ ‘দুর্জয়ের ডায়েরি’ শীর্ষক একটি গ্রাফিক নভেল ও অ্যানিমেটেড ফিল্ম সিরিজ প্রকাশ করছে।

সিরিজে দুই পুলিশ কর্মকর্তা এসআই দুর্জয় ও এসআই শাপলাকে বিভিন্ন অপরাধমূলক মামলার তদন্ত ও রহস্য উন্মোচন করতে দেখা যাবে। প্রথম দুটি সিরিজের বইয়ে গ্রাফিক্যাল উপস্থাপনাসহ পাঁচটি গল্প ও পাঁচটি অ্যানিমেশন ফিল্ম দেখানো হবে। এছাড়াও সিরিজটিতে আরও কিছু গল্প থাকবে।

মঙ্গলবার (১৫ মার্চ) পুলিশ সদর দপ্তরের মাল্টিমিডিয়া ও প্রচার বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ নির্মিত গ্রাফিক নভেল ‘দুর্জয়ের ডায়েরি’ ও অ্যানিমেটেড ফিল্ম সিরিজের উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সদর দপ্তর জানায়, অপরাধ দমনে পুলিশ সব সময় তৎপর। সারাদেশে যেখানেই যাবেন পুলিশ কর্মকর্তাদের পাবেন। কিন্তু মামলা মোকাবিলা করার সময় পুলিশ কী ধরনের সমস্যার সম্মুখীন হয়, এর সঙ্গে সাধারণ মানুষ পরিচিত নয়। এমনকি মিডিয়া পুলিশের স্বাভাবিক সংগ্রামকেও তেমনভাবে তুলে ধরা হয় না।

গ্রাফিক ও অ্যানিমেটেড বিষয়বস্তুর ব্যবহার মানুষের হৃদয়ে পৌঁছানোর আকর্ষণীয় উপায়। দুর্জয়ের ডায়েরিতে সে ধরনের গল্পগুলোই থাকবে বলে জানায় পুলিশ সদর দপ্তর।

সম্পর্কিত পোস্ট

১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official

সিআইডি নৌ রেল ও হাইওয়ে পুলিশে নতুন প্রধান

banglarmukh official

নগরে নতুন নতুন অটোরিকশা: কারখানা বন্ধে ওসিদের নির্দেশ

banglarmukh official

ট্রাফিক আইন লঙ্ঘন, রাজধানীতে একদিনে ৭৯৯ মামলা

banglarmukh official

হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

banglarmukh official

ঝালকাঠির চার থানার ওসিকে বদলি

banglarmukh official