এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল শিক্ষাঙ্গন

করোনা প্রতিরোধে বিএম কলেজে লিফলেট বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামুলক কার্যক্রম চালিয়েছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ রোভার স্কাউট গ্রুপভ রোববার সকালে ক্যাম্পাসে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার।

কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ বরিশাল জেলা রোভারের কমিশনার এস.এম. তাইজুল ইসলাম ও সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম।

কার্যক্রমের শুরুতেই অত্র গ্রুপের সম্পাদক এ কে এম সামসুর রহমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ভাইরাস প্রতিরোধে কি কি করনীয় তা উল্লেখ করেন।

তিনি তার বক্তব্যে বললেন, যেহেতু ভাইরাস জনিত রোগ প্রতিরোধ করা সহজ ব্যাপার নয় তাই আমাদের প্রধান করনীয় হবে সচেতন থাকা। এই ভাইরাস মূলত ১ মিটারের মধ্যে চলাফেরা করে এবং ওই ১ মিটারের মধ্যে আসা প্রাণীকে সংক্রমিত করে।

গ্রুপের সহ-সভাপতি ড. মোঃ গোলাম কিবরিয়া করোনা ভাইরাসের লক্ষন সংক্রান্ত সকল তথ্য উপস্থিত রোভার ও ছাত্র-ছাত্রীদের মধ্যে উপস্থাপন করেন।

গার্ল-ইন-রোভার স্কাউট লিডার নাজমাতুস্ সাকিবা তার বক্তব্যে বলেন, এই ভাইরাস নাক, চোখ এবং মুখ থেকে প্রাণীর দেহে প্রবেশ করে। আর গবেষণায় দেখা গেছে মানুষ তার অজান্তেই তার নাকে ও মুখে গড়ে ২০-৩০ বার হাত দেয়। এই হাতে থাকা জীবানু এতে করে অতি সহজেই প্রাণীর দেহে প্রবেশ করতে পারে। তাই তিনি বিশেষ ভাবে হাত ধোয়ার প্রতি গুরুত্ব দিতে বলেছেন।

রোভার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে করোনা ভাইরাসে আক্রান্ত হলে কি কি লক্ষন দেখা যায় এবং ভাইরাস প্রতিরোধে করনীয় বিষয়গুলো মাইকিং ও লিফলেট বিতরন করেন রোভার জয়দেব হালদার, রোভার ফারজানা আক্তার এবং রোভার ইমন হোসেন তালুকদার । এ কার্যক্রমে বিএম কলেজের ৯৩ জন রোভার অংশগ্রহণ করে।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official