এপ্রিল ২৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ক্রিকেট খেলাধুলা

ডি ভিলিয়ার্সকে নেতৃত্ব থেকে সরিয়ে দিল লাহোর

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরের মাঝপথে আবারও অধিনায়ক বদল করল লাহোর কালান্দার্স। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে স্বদেশি ফাখর জামানকে।

আগের আসরগুলোতে ব্যর্থ হওয়া লাহোর কালান্দার্স এবার সাফল্যের খোঁজে প্রথমে স্বদেশি একজনের উপরই ভরসা করেছিল। দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ হাফিজ। কিন্তু চোটের কারণে ছিটকে পড়েন এই অলরাউন্ডার। এরপর নেতৃত্ব বুঝিয়ে দেয়া হয় এবি ডি ভিলিয়ার্সকে।

এবার ডি ভিলিয়ার্সকেও সরিয়ে দেয়া হলো। তবে কি নেতা হিসেবে ব্যর্থ বিশ্ব ক্রিকেটের এই মহাতারকা? আসল কারণ ভিন্ন। ডি ভিলিয়ার্স আসলে পিএসএলে লাহোরের হয়ে চুক্তিবদ্ধ নয় ম্যাচের জন্য।

ইতোমধ্যেই ৬টি ম্যাচ খেলে ফেলেছেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটিং মায়েস্ত্রো। বাকি আছে তিন ম্যাচ। তারপর ডি ভিলিয়ার্স চলে যাবেন। প্লে-অফে উঠলে তার সার্ভিস পাবে না লাহোর। তাই আগেভাগেই নতুন অধিনায়কের সঙ্গে দলের মানিয়ে নেয়ার চেষ্টা।

বুধবারই ফাখরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে লাহোর কালান্দার্স ফ্রাঞ্চাইজি। বৃহস্পতিবার করাচি কিংসের বিপক্ষে ম্যাচে নেতৃত্বও দিয়েছেন ওপেনিং এই ব্যাটসম্যান। তবে অধিনায়ক হিসেবে ম্যাচটি মোটেই সুখকর ছিল না তার জন্য। ম্যাচে করাচি কিংসের কাছে ৫ উইকেটে হেরেছে লাহোর।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official