কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে টস জিতেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লাসিথ মালিঙ্গার দল।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ১০ রান। আভিস্কা ফার্নান্ডো ৫ আর উপুল থারাঙ্গা ২ রান নিয়ে ব্যাট করছেন।
শ্রীলঙ্কার জন্য এই ম্যাচটি মান বাঁচানোর লড়াই। সিরিজের প্রথম চার ওয়ানডেতেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে সফরকারিরা। আজ হারলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে তারা।
দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রসি ফন ডার ডাসেন, জেপি ডুমিনি, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দেলো ফেহলুখায়ো, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।
শ্রীলঙ্কা একাদশ : উপুল থারাঙ্গা, অাভিস্কা ফার্নান্ডো, ওসাদা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, প্রিয়ামল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো পেরেরা, আকিলা ধনঞ্জয়া, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা।