পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতই নদী ভাঙনের হাত থেকে দেশকে রক্ষায় কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়। পদ্মার ভাঙন থেকে শরীয়তপুরকে রক্ষায় প্রায় ১১০০ কোটি টাকা ব্যয়ে শুরু করা প্রকল্পটির কাজের অগ্রগতি দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী বর্ষা মৌসুমে যাতে শরীয়তপুরবাসী পদ্মা নদীর ভাঙনের কবলে না পড়ে সেই লক্ষেই কাজ করছেন সরকার।
তিনি আজ সাড়ে ১১টায় শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার ডান তীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন এবং প্রকল্পের পদ্মা নদীর ডুবোচর খনন কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন।
ভাঙন রোধে নদীর স্রোতের পরিবর্তন আনতে আজ থেকে তিনটি ড্রেজার দিয়ে নদী খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন উপমন্ত্রী। প্রায় ১০ কিলোমিটার নদী ড্রেজিং এর জন্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৫৬০ কোটি টাকা। নদীর তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন ও ড্রেজিং কাজের উদ্বোধনকালে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাগণ ও স্থানীয় গণমান্য ব্যক্তি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
তিনি নদী পথে স্পিডবোড যোগে কয়েকটি পয়েন্টে যান এবং উদ্বোধন শেষে নদী খনন কাজ পায়ে হেঁটে পদ্মার চরে বালি লেনের স্থান পরিদর্শন করেন।