এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জাতীয়

পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকে সিনিয়র অফিসার পদে ৬৫টি পদ খালি রাখার নির্দেশ

পল্লী সঞ্চয় ব্যাংকের ২৭৮টি সিনিয়র অফিসার পদের মধ্যে ৬৫টি পদ খালি রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে কর্মরত উপজেলা সমন্বয়কারীর জন্য এ পদ খালি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ গত সোমবার এ আদেশ দেন। অন্তবর্তীকালীন এ নির্দেশনার পাশাপাশি রুল জারি করেনে আদালত। রুলে পল্লী সঞ্চয় ব্যাংকের ২৭৮টি সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। অন্তবর্তীকালীন নির্দেশনায় রিট আবদেনকারীদের জন্য ৬৫টি পদ খালি রাখতে বলা হয়েছে।

পল্লী সঞ্চয় ব্যাংকের ২৭৮টি সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য গত ৪ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হয়। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৬৫ জন উপজেলা সমন্বয়কারী রিট আবদেন করেন। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, এম কে রহমান ও মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

আদেশের পর অ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের (কর্মকর্ত-কর্মচারী) চাকুরি প্রবিধান মালা ২০১৬ অনুসারে একটি বাড়ি একটি খামার প্রকল্পে কর্মরতদের সর্বপ্রথম নিয়োগের বিধান আছে। উক্ত বিধান লংঘন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করায় এ রিট আবেদন করা হয়।

সরকার ২০০৯ সালে একটি বাড়ি একটি খামার’ প্রকল্প চালু করে। পরবর্তীতে পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার জন্য ২০১৪ সালে আইন করা হয়। এ আইনের পর ২০১৫ সালে পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংক চাকরি প্রবিধানমালা করে সরকার। পরের বছর ২০১৬ সালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারিদের চাকরি পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকে স্থানান্তর করে সরকার। এরপর ওই বছরের জুলআি থেকে বেতন দেওয়া শুরু করে ব্যাংকটি। কিন্তু সরকার ২০১৬ সালের ৩১ অক্টোবর পৃথক একটি প্রজ্ঞাপন দিয়ে বলে যে, একটি বাড়ি একটি খামার প্রকল্প অব্যাহত থাকবে। এরপর ব্যাংকটিতে কর্মরতদের পুনরায় একটি বাড়ি একটি খামার প্রকল্পে স্থানান্তর করা হয়।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official