এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
খেলাধুলা

ফের আইসিইউতে ক্রিকেটার রুবেল

ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত বছরের অক্টোবর মাসে আইসিইউতে নেয়া হয়েছিল। এরপর কিছুটা সুস্থ হয়ে দেশের বাইরে গিয়েছিলেন চিকিৎসার জন্য। গত ২০ ফেব্রুয়ারি ভারত থেকে চিকিৎসা শেষে দেশে আসেন। তবে তিনি ফের অসুস্থ হয়ে পড়েছেন। তাকে আইসিউইতে নেয়া হয়েছে।

মোশাররফ রুবেলের শারীরিক অবস্থা নিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, মোশাররফ রুবেলের শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ায় তাকে আইসিউইতে নেয়া হয়েছে। বর্তমানে অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার ডাক্তার দেখবেন, এরপর সিদ্ধান্ত নেয়া হবে আইসিইউতে থাকবেন নাকি বেডে শিফট করবেন।


উল্লেখ্য, মোশাররফ রুবেলের ২০১৯ সালে ব্রেইন (মস্তিষ্কে) টিউমার ধরা পড়ে। চিকিৎসা নিয়ে সেরে উঠলেও রুবেলের মস্তিষ্কে নতুন করে টিউমার ধরা পড়ে। শঙ্কায় পড়ে যায় রুবেলের জীবন। এর পর সিঙ্গাপুরেও চিকিৎসা করান। ভালো না হওয়ায় গত বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতের একটি হাসপাতালে আবারো অস্ত্রোপচারের মাধ্যমে রুবেলের ব্রেন টিউমার অপসারণ করা হয়। এতেও খুব একটা উন্নতি হয়নি।

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official