রাজধানীর পুরান ঢাকার বংশালের নিমতলীতে একটি প্লাস্টিকের পাইপের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের ছয় ইউনিট।
শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৪টা ৫৩ মিনিটে আগুন লাগে বলে জাগো নিউজকে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, রাজধানীর পুরান ঢাকার বংশালের নিমতলীর আবু বকর মসজিদের পাশে নতুন রাস্তায় প্লাস্টিকের পাইপের কারখানায় আগুন লেগেছে। বিকেল ৪টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের ছয় ইউনিট। প্রথম ইউনিটটি পৌঁছায় ৫টা ৮ মিনিটে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।