এপ্রিল ১৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ

বগুড়ায় নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে ছোটদের ঝগড়া থামাতে গিয়ে গ্রামের যুবকদের পিটুনিতে এক নির্মাণশ্রমিক প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আতোয়ার রহমান (৩৫) নামের ওই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ মার্চ) রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আতোয়ার নাটমরিচা পশ্চিমপাড়ার বুলু আকন্দের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রামের স্কুলছাত্ররা আগামী রোববার পিকনিকে যাওয়ার জন্য নাটমরিচা গ্রামে এক দোকানের পাশে ব্যানার টাঙিয়ে দেয়। শুক্রবার দুপুরে কে বা কারা সেই ব্যানারটি ছিঁড়ে ফেলে। রাতে এ নিয়ে ছোট ছেলেদের মধ্যে বিরোধের একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। ছোটদের এ বিরোধে গ্রামের কিছু নারী-পুরুষও জড়িয়ে পড়ে। এসময় আতোয়ার বিরোধ নিষ্পত্তি করতে গেলে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ছোটদের ঝগড়াটি ওই গ্রামের কিছু নারী উসকে দেন। এসময় আতোয়ার ঝগড়া থামাতে গেলে তার মাথায় আঘাত করা হয়, এতে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official