31 C
Dhaka
এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি বরিশাল

বরিশালে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ

কৃষি-কৃষক-ক্ষেতমজুর বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান নিয়ে ৯ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ বরিশাল জেলা কমিটির উদ্যোগে বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একই দাবিতে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

জেলা কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের আ্বিায়ক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন অধ্যাপক আবদুস ছত্তার, দেওয়ান আব্দুর রশিদ নিলু, অধ্যাপক ইসাহাক শরীফ, এসএএম মানিক, হারুন-অর-রশিদ ও নবীন আহমেদ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে এককভাবে কৃষির অবদান সবচেয়ে বেশী থাকার পরও কৃষকরা পন্য বেঁচা-কেনায় ঠকছে। তারা বলেন, ১৯৭২ সালে দেশে জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি এবং তখন খাদ্য উৎপাদন হতো ১ কোটি মেট্রিক টন। বর্তমানে দেশে জনসংখ্যা ১৭ কোটি এবং খাদ্য উৎপাদন বেড়ে হয়েছে পৌঁনে ৪ কোটি মেট্রিক টন। জনসংখ্যা বেড়েছে দ্বিগুন আর খাদ্য উৎপাদন বেড়েছে ৪গুন। এরপরও কৃষকরা পদে পদে মধ্যস্বত্তভোগী, ফরিয়া ও চাতাল মালিকদের সিন্ডিকেটের কাছে জিম্মি।

এই জিন্মিদমা থেকে দেশের কৃষকদের মুক্ত করতে ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official