26 C
Dhaka
এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে জাটকা ধরার অপরাধে ২১ জেলেকে জেল-জরিমানা

অনলাইন ডেস্ক:

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাটকা ধরার অপরাধে ২১ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী জানান, ভবিষ্যতেও জেলা প্রশাসনের এরূপ তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর ও গজারিয়া নদীতে অভিযান চালায়।

অভিযানে জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের নিষিদ্ধকালীন জাটকা (১০ ইঞ্চি ছোট ইলিশ) আহরণ করা এবং অবৈধ জাল দিয়ে মাছ আহরণ অবস্থায় ২১ জন জেলেকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে আটক মো. নুরু ইসলাম খাঁ (৬৫), মো. আলম বেপারি (৪০), মো. মোস্তফা (৩৫), মো. হাসান আলী শিকদার (৫০), মো. মনির হাওলাদার (২৫), মো. এছাক বয়াতী (৬৫), মো. জাহিদ সরদার (৫৪), মো. কাঞ্চন দর্জি (৪০), মো. ফারুক বেপারিকে (৩৭) এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে মো. শাহিন (১৯), মো. মজিবর মাঝি (৪০), মো. মোতালেব হাওলাদার (৬০), মো. দেলোয়ার মোল্লা (৫০), মো. আলামিন গাজী (২০), মো. ওসমান গণি (১৯), মো. বাছেত মাঝি (৪০), মো. ভাগোন আলী বাড়ি (৩৫), মো. হারুন বিশ্বাস (৩৫), মো. মনির হাওলাদার (২৫), মো. জামাল আকনকে (২৫) পাঁচ হাজার টাকা করে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার ১০ কেজি ১০ ইঞ্চির নিচের জাটকা এতিমখানা ও গবিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস।

এছাড়াও নৌ-পুলিশ এবং কোতয়ালী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official