বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় ট্রাক্টর উল্টে বাবা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ মার্চ) বিকেল ৪ টার দিকে মাধবপাশা ইউনিয়নের যাত্রাঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলো, মাধবপাশার জমিদার বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা হানিফ ফকির (৩৫) ও তার ছেলে মাধবপাশা হাইস্কুলের ৬ ষ্ঠ শ্রেনীর ছাত্র সাব্বির (১০)।
নিহত দ্বয়ের স্বজন আরিফুর রহমান রাজিব জানান, ট্রাক্টরে চরে বাবা ছেলে বাড়ির দিকে আসছিলো। পথিমধ্যে যাত্রাঘাটা নামক এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে চাঁপা পরে ঘটনাস্থলেই হানিফ ফকিরের মৃত্যু হয়। তার ছেলে ছাব্বিরকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক বিকেল ৫ টার দিকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।