নিউজ ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সুবিধাবঞ্চিত সবার ভাগ্য উন্নয়নের পরিবর্তন ঘটেছে। গরীব বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য যে চিন্তা করেন তা গত ২১ বছরে কোন সরকারই চিন্তা করেনি।
আজ শনিবার সকালে জেলার গৌরনদীতে উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মানউন্নয়নে সুবিধাভোগী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরের শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে চেক বিতরণী সভায় উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান।
শেষে প্রধান অতিথি এক লাখ টাকা করে ৫০ জন সুবিধাবঞ্চিত নারীকে ৫০ লাখ টাকার চেক বিতরণ করেন।