28 C
Dhaka
এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

বিশ্বকাপে বিশ্ব রেকর্ড বাঙালি পেসারের

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঝুলন গোস্বামিকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন বাংলা শব্দ বা শব্দগুচ্ছকে আন্তর্জাতিক ক্রিকেটে অন্তর্ভুক্ত করতে চান তিনি? উত্তরে ভারতের এই বাঙালি পেসার বলেছিলেন ‘চাবুক’ শব্দটির কথা। যা দিয়ে আকর্ষণীয় বা দৃষ্টিনন্দন কিছু বোঝাতে চেয়েছেন তিনি।

ঝুলনের এই ইচ্ছার প্রতিফলন ঘটে চাবুক শব্দটি আন্তর্জাতিক ক্রিকেটে অন্তর্ভুক্ত হবে কি না, সেই নিশ্চয়তা নেই। তবে বোলিং জাদুতে ঠিকই বিশ্বকাপের ইতিহাসে নিজের নামটি স্মরণীয় করে রাখার ব্যবস্থা করে ফেলেছেন পশ্চিমবঙ্গের নদীয়ায় জন্ম নেওয়া এ অভিজ্ঞ পেসার।

শনিবার নারী ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। যেখানে ঝুলনের অবদান কেবল ৬ ওভারে ৪৩ রান খরচায় ১টি উইকেট। আর এই এক উইকেটের সুবাদেই বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন ৩৯ বছর বয়সী এ তারকা।

নারীদের ওয়ানডে ক্রিকেটে আগেই সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ঝুলন। এবার নারী ওয়ানডে বিশ্বকাপেও সর্বোচ্চ উইকেটের মুকুট মাথায় নিলেন তিনি। অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনের নেওয়া ৩৯ উইকেটের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ঝুলনের উইকেট সংখ্যা এখন ৪০টি।

নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট

১/ ঝুলন গোস্বামি (ভারত) – ৩১ ইনিংসে ৪০ উইকেট, সেরা বোলিং ৪/১৬
২/ লিন ফুলস্টন (অস্ট্রেলিয়া) – ২০ ইনিংসে ৩৯ উইকেট, সেরা বোলিং ৫/২৭
৩/ ক্যারল হজ (ইংল্যান্ড) – ২৪ ইনিংসে ৩৭ উইকেট, সেরা বোলিং ৪/৩
৪/ ক্লেয়ার টেলর (ইংল্যান্ড) – ২৫ ইনিংসে ৩৬ উইকেট, সেরা বোলিং ৪/১৩
৫/ ক্যাথরিন ফিৎজপ্যাটরিক (অস্ট্রেলিয়া) – ২৫ ম্যাচে ৩৩ উইকেট, সেরা বোলিং ৩/১৮

এছাড়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আর মাত্র এক উইকেট পেলে বিশ্বের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আড়াইশ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন ঝুলন। অথচ এখন পর্যন্ত দুইশ উইকেটও নিতে পারেননি বিশ্বের আর কোনো নারী ক্রিকেটার।

নারী ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট

১/ ঝুলন গোস্বামি (ভারত) – ১৯৭ ইনিংসে ২৪৯ উইকেট, সেরা বোলিং ৬/৩১
২/ ক্যাথরিন ফিৎজপ্যাটরিক (অস্ট্রেলিয়া) – ১০৯ ইনিংসে ১৮০ উইকেট, সেরা বোলিং ৫/১৪
আনিসা মোহাম্মদ (ওয়েস্ট ইন্ডিজ) – ১৩২ ইনিংসে ১৮০ উইকেট, সেরা বোলিং ৭/১৪
৩/ শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) – ১১৬ ম্যাচে ১৬৮ উইকেট, সেরা বোলিং ৬/১০
৪/ ক্যাথরিন ব্রান্ট (ইংল্যান্ড) – ১৩১ ম্যাচে ১৬৪ উইকেট, সেরা বোলিং ৫/১৮
৫/ এলিসা পেরি (অস্ট্রেলিয়া) – ১২০ ম্যাচে ১৫৭ উইকেট, সেরা বোলিং ৭/২২

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official