26 C
Dhaka
এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা প্রচ্ছদ

বিশ্বে করোনায় আরো ৬৮০৭ মৃত্যু, শনাক্ত ১৬ লাখ

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬ হাজার ৮০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৩৪ হাজার ৯৬৭ জনে।

একই সময়ে নতুন করে বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৩৯২ জন। এ নিয়ে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ১১ জনে।

বুধবার সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য মিলেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে । অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে রাশিয়া, জার্মানি, ব্রাজিল, ইন্দোনেশিয়া, হংকং ও স্পেন।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ২ হাজার ৭১৪ জন। আর মৃত্যু হয়েছে ১৮৬ জনের। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ২৮২ জনের। আর মোট করোনা শনাক্তের সংখ্যা হলো ৪৮ লাখ ৬৯ হাজার ৬৯১ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় মারা গেছেন ১ হাজার ১২৮ জন। আর ২৯ হাজার ৬৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১০ লাখ ১২ হাজার ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়। আর এখন পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৮৭ হাজার ৬১৫ জন।

এদিকে করোনায় শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮০ জনের। আর মৃত্যু হয়েছে ১৪৫ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৩৮৮ জনে এবং মারা গেছেন ৫ লাখ ১৫ হাজার ৩৮৬ জন।

বিশ্বে মোট মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, মেক্সিকো, পেরু, যুক্তরাজ্য, ইতালি, ইন্দোনেশিয়া এবং স্পেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official