নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদ আল নূর জাম্বারে বন্দুকধারীদের হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা।অনুশীলনের পর জুমআর নামাজ আদায় করতে ওই মসজিদে যাচ্ছিলেন ক্রিকেটাররা।
ঘটনার পর টাইগার ওপেনার তামিম ইকবাল নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে নিজেদের নিরাপদে থাকার কথা জানিয়েছেন।
তামিম লিখেছেন, বন্দুকধারীর গুলি থেকে আমরা পুরো দল বেঁচে গেছি। এটা খুবই ভীতিজনক একটি অভিজ্ঞতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
স্থানীয় সময় দুপুর পৌণে ২টায় এ হামলা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত ও ২০-৩০ জন আহত হয়েছে বলে দাবী করেছে স্থানীয় গণমাধ্যম।
স্থানীয় পত্রিকার বরাত দিয়ে জানা যায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা যখন মসজিদে প্রবেশ করতে যাচ্ছিল তখন একজন মহিলা তাদের মসজিদের ভেতরে বন্দুকধারীদের অবস্থানের কথা জানায়।