বাংলাদেশ টেলিভিশন’র ঝালকাঠি জেলা প্রতিনিধি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তাঁর মৃত্যুর খবরে শুধু ঝালকাঠিই নয়, বরং বরিশাল মিডিয়া অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীকে শেষ বিদায় জানাতে ঝুটে যান ঝালকাঠিতে।
এদিকে সিনিয়র সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু’র মৃত্যুতে শোকাহত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্যবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সদস্যবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন।