বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে নিউজ এডিটরস কাউন্সিল, বরিশালের নবনির্বাচিত কমিটি। গতকাল রাত ১০টায় কালী বাড়ি রোডস্থ মেয়রের বাস ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময়ে মেয়র সাংবাদিকদের লেখনীর মাধ্যমে দেশ-জাতির কল্যান এবং উন্নয়নে এগিয়ে আসার আহবান রাখেন। তিনি বলেন, সাংবাদিকদের সুখে দু:খে সবসময় আমাকে পাবেন। সাংবাদিকতার উন্নয়ন হলে দেশের মঙ্গল হয় বলেও উল্লেখ করেন নগর পিতা।
এ সময়ে উপস্থিত ছিলেন, নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি সৈয়দ মেহদী হাসান, সাধারণ সম্পাদক খন্দকার রাকিব, সাংগঠনিক সম্পাদক রিপন হাওলাদার, কোষাধ্যক্ষ তানভির হাসান আকিব, সিনিয়র সাংবাদিক ও সদস্য সাইফ আমীন, বেলায়েত বাবলু।
দপ্তর সম্পাদক আল আমিন গাজী, ক্রীড়া সম্পাদক মজিবর রহমান নাহিদ, হুমায়ুন কবির রোকন, এইচএম হেলাল প্রমুখ।