33 C
Dhaka
এপ্রিল ১৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অন্যান্য

সুন্দরবনে একসঙ্গে দেখা মিললো ৪ বাঘের

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক লীলাভূমি সুন্দরবন। শুধু দেশে নয়, বিশ্বের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এ ম্যানগ্রোভ বন। শীত মৌসুম এলেই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর সুন্দরবনে ছুটে যান লাখো পর্যটক। আর ভ্রমণে সময় বনে থাকা বাঘের (রয়েল বেঙ্গল টাইগার) দেখা পাওয়া তো চরম সৌভাগ্যের।

গত শনিবার (১২ মার্চ) এমনটাই ঘটেছে এমএল সুপতি নামের পর্যটকবাহী লঞ্চে সুন্দরবনে ঘুরতে যাওয়া ভ্রমণপিপাসুদের সঙ্গে। একসঙ্গে থাকা চারটি বাঘ দেখে আনন্দে আত্মহারা হয়ে যান লঞ্চে থাকা ৩০ জন পর্যটক। এ প্রথম হয়তো মুক্ত বনে বাঘের দর্শন পেয়েছেন অনেকে।

সুপতি লঞ্চের স্টাফরা জানান, পর্যটকদের ভ্রমণ শেষে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুন্দরবন থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন তারা। কচিখালী ও কটকার মাঝামাঝি ছিটে কটকা এলাকায় এলে হঠাৎ নদীর চরে গোল গাছের পাশে বাঘের দেখা মিলে। লঞ্চটি আরও কাছে যেতে দৃশ্যমান হয় চারটি বাঘ। পর্যটকরা দেখে হৈ চৈ শুরু করে দেন। বিশেষ করে শিশুরা বেশি আনন্দিত হয়।

পূর্ব সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জাগো নিউজকে বলেন, শনিবার বনে ঘুরতে আসা পর্যটকরা বাঘের দেখা পেয়েছিল। নদীর চরে গোল গাছের পাশে বসে রোদ পোহাচ্ছিল এবং খেলা করছিল। এ দৃশ্য পর্যটকদের মুগ্ধ করেছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জাগো নিউজকে বলেন, সুন্দরবনে আসা পর্যটকদের বাঘের দেখা ভাগ্যের ব্যাপার। শনিবার যে বিরল দৃশ্য সুন্দরবনে আগত পর্যটকরা উপভোগ করেছেন তাদের ভ্রমণ সার্থক হয়েছে।

সম্পর্কিত পোস্ট

তদন্তে প্রমাণিত অভিযুক্ত শিক্ষকের পৃষ্ঠপোষকতায় জাপান সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি

banglarmukh official

জামান পার্কে ইমরানের স্ত্রী, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

banglarmukh official

এইচএসসির ফলাফল ঘোষণায় নতুন সিদ্ধান্ত

banglarmukh official

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের

banglarmukh official

চীন-বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু

banglarmukh official

দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার হলেন সাংবাদিক এস এন পলাশ

banglarmukh official