24 C
Dhaka
এপ্রিল ১৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

হাফিজ সাঈদের রাজনৈতিক দল নিয়ে বিস্ময় প্রকাশ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক :

হাফিজ সাঈদের রাজনৈতিক দল গঠিত হওয়ার রাস্তা পরিষ্কার। বৃহস্পতিবারই এনিয়ে নির্দেশ দিয়ে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। পাকিস্তান আদালতের এই কাজে বিস্ময় প্রকাশ করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র রবীশ কুমার এনিয়ে পাকিস্তানের দ্বিচারিতার প্রশ্ন তুলেছেন।

গত বৃহস্পতিবার জামাত-উদ-দাওয়ার রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগের রেজিস্ট্রেশন বাতিল করার কথা ছিল পাকিস্তানের নির্বাচন কমিশনের। কিন্তু আদালতের এই নির্দেশের পর তা আর কার্যকরী হবে না। এর একদিন আগেই জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদের বিরুদ্ধে গ্রেফতারি ৪ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেয় আদালত।

এই ইস্যু নিয়ে রবীশ কুমার বলেন, সাঈদকে মেইনস্ট্রিমে নিয়ে আসার এটি একটি প্রচেষ্টা। এর ফলে সে আগে যা করেছে, তা ঢাকা দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। এটা স্পষ্ট দ্বিচারিতা। একদিকে পাকিস্তান বলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে, অন্যদিকে এমন কাজ করছে। একদিকে বলছে, পাকিস্তানের মাটিতে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী নেই, অন্যদিকে সাঈদের রাজনৈতিক দলকে চারা মান্যতা দিচ্ছে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official