বরিশাল নগরের গোরস্থান রোড এলাকায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বখাটে হাফিজুর রহমান তাওহীদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ এপ্রিল) বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাকে জেল পাঠানোর নির্দেশ দেন
এর আগে দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বখাটে তাওহীদ।
কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, গোরস্থান রোড এলাকার ভাড়াটিয়া ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাসায় একা পেয়ে তাওহীদ ধর্ষণ করে।
রাতে ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করলে অভিযান চালিয়ে সোমবার ভোর রাতে নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব পরিচিত হওয়ায় প্রায়ই ভিকটিমের বাসায় যাতায়াত করতো বখাটে তাওহীদ। রোববার সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা ও মা বাসার বাইরে জন্য যায়।
সুযোগ বুঝে তাওহীদ ওই বাসায় গিয়ে ছাত্রীকে দরজা খুলতে বলে। পরে দরজা খুললে তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা বেরিয়ে এলে অন্ধকারে পালিয়ে যায় তাওহীদ।
এ ঘটনায় রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে ওই ছাত্রীকে।