ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে ৮ বছর বয়সী এক সংখ্যালঘু শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পদত্যাগ করেছেন রাজ্য সরকারের দুই মন্ত্রী। দু’জনই কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতা। ধর্ষণের বিষয়ে এরইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন, অপরাধীদের কেউই ছাড় পাবে না।
ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের পক্ষে সাফাই গাওয়ার কারণে তুমুল সমালোচিত-নিন্দিত শিল্পমন্ত্রী চন্দ্র প্রকাশ গঙ্গা ও বনমন্ত্রী লাল সিং শুক্রবার রাতে পদত্যাগ করেন। ওই অভিযুক্তদের আটক করার পর এর প্রতিবাদে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী সমাবেশের আয়োজন করলে সেখানে গিয়ে বক্তৃতা করেন চন্দ্র প্রকাশ ও লাল সিং।
কিন্তু সম্প্রতি অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তারা। খোদ বিজেপির অংশীদারিত্বের সরকারের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিই এ দুই মন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, সরকারে বিজেপি নেতাদের নেতৃত্ব ক্রমেই অসমর্থনযোগ্য হয়ে উঠেছে।
আসিফা বোনো নামে ওই শিশুকে গণধর্ষণ ও হত্যায় তোলপাড় চলছে ভারতজুড়েই। বিচার দাবিতে রাজনীতিক, সুশীল সমাজের নেতা থেকে শুরু করে কলিউড-টলিউড-বলিউডের তারকারা পর্যন্ত সোচ্চার হয়েছেন। শুরু হয়েছে ‘জাস্টিস ফর আসিফা’ (#JusticeForAasifa) হ্যাশট্যাগ প্রচারণাও।