তানজীল শুভ
সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে সরকারি বিএম কলেজের সাধারন শিক্ষার্থীরা গতকাল গভীর রাত থেকে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেছেন।
সোমবার সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে রাখে এবং কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে স্লোগান ও হাততালি দিয়ে বিক্ষোভে অংশ নেন।এক ঘণ্টার ওই কর্মসূচিতে তাঁরা বিভিন্ন প্লাকার্ডে ও স্লোগানে স্লোগানে তাঁদের ৫ দফা দাবিগুলো তুলে ধরেছেন।এবং তারা বলেন আমরা কোটা চাই তবে ১০% এর অধিক কোটা না। কেননা এই কোটা পদ্ধতির কারণে আজকে হাজার হাজার মেধাবীরা চাকরি না পেয়ে বেকার হয়ে আছে। অথচ কোটায় চাকরি পাচ্ছে অযোগ্য লোক। তারা আরো বলেন যদি যোগ্য লোক পাওয়া না যায় তাহলে পদ শূন্য রাখতে হবে। শিক্ষার্থীদের ৫ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান সাধারন শিক্ষার্থীরা