তরুণীকে তুলে নিয়ে এসে অস্ত্রের মুখে বিয়ে করা পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৩ মে (মঙ্গলবার) রাজধানীর সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে।
ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে অবৈধ পন্থায় সম্পদ অর্জন ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠায় সেগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে বলে জানা গেছে।