24 C
Dhaka
এপ্রিল ১৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক স্বাস্থ বার্তা

দুই বিশ্বযুদ্ধের চেয়ে বেশি মানুষ মরবে করোনায়: চীনা চিকিৎসক

প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিলে যত মানুষের মৃত্যু হয়েছে, ভয়ঙ্কর এই করোনাভাইরাসের এর তুলনায় অনেক বেশি মানুষের মৃত্যু হবে। শুরুতেই এমনটা সতর্ক করেছিলেন চীনের লেশেনশেন হাসপাতালের প্রধান ওয়াং শিংহুয়ান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তিনি বলেন, করোনাভাইরাস খুব ভয়ঙ্কর। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিলে যত মানুষের মৃত্যু হয়েছে, করোনায় তার তুলনায় অনেক বেশি মানুষের মৃত্যু হবে। এমনকি নিউইয়র্কের মতো শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে বলে আগেই সতর্ক করেছিলেন ওয়াং শিংহুয়ান।

চীনা এই ডাক্তার বলেন, এই পরিস্থিতিতে যেকোনো রাজনৈতিক শক্তির কেবল নিজস্ব প্রয়োজন বিবেচনা করাটা এবং সাধারণ মানুষের জীবনকে অবহেলা করা অত্যন্ত বোকামি হবে। মাস্ক পরার ব্যাপারেও জোর দেন শিংহুয়ান।

এছাড়া হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ যথেষ্ট রাখারও পরামর্শ দিয়েছিলেন শিংহুয়ান । মাস্ক পরা সম্পর্কে তিনি বলেন, যখন নিউইয়র্কের ডাক্তারদের সঙ্গে আমার কথা হয়, তারা বলেছিল ফেস মাস্ক ব্যবহার করা কিংবা না করার বিষয়টা সংস্কৃতির ব্যাপার।

তিনি বলেন, হংকংয়ের ফনিক্স টেলিভিশন থেকে এই ব্যাপারে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। আমি মনে করি যে, সব সংবাদমাধ্যমের এই বার্তা দেওয়া উচিত যে, ফেস মাস্ক ব্যবহার করা কোনও সংস্কৃতির ব্যাপার নয়। এটা বিজ্ঞানসম্মত। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, নিজেদের সুরক্ষার জন্য মাস্ক পরতে হবে। নিউইয়র্কে এভাবে মহামারি ছড়িয়ে যাওয়া নিয়েও কথা বলেছেন তিনি।

শিংহুয়ান বলেন, উহানে এই ধরনের ব্যর্থতার অভিজ্ঞতা আমাদের হয়েছে। অনেক রোগীর মধ্যেই হালকা ধরনের লক্ষণ দেখা যাচ্ছিল। তাদেরকে বাড়ি ফিরে গিয়ে আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হচ্ছিল। কিন্তু পরে আমরা বুঝেছি, এটা বড় ধরনের ব্যর্থতা। এই ভুল এখন নিউইয়র্ক করছে।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official