জাতীয় স্বাস্থ বার্তাদেশে নতুন করে করোনায় আরো ৩৫ জন শনাক্ত by banglarmukh officialএপ্রিল ৬, ২০২০এপ্রিল ৬, ২০২০০117 Share0 : করোনাভাইরাসে বাংলাদেশে নতুন করে আরো ৩৫ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা। আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ নিয়ে শনাক্তের সংখ্যা ১২৩ জনে দাঁড়িয়েছে।