স্টাফ রিপোর্টার //সাইফুল ইসলাম: বরিশাল নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে নাজেম’স ও হান্ডি কড়াইকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার ১০ (এপ্রিল) বরিশাল জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় সদর রোড, বগুড়া রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান এবং রয়া ত্রিপুরা।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারী তৈরী, বিক্রি, নোংরা পরিবেশে খাবার রন্ধন, মেয়াদউত্তীর্ণ দই সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারার আওতায় নাজেম’স ও হান্ডি কড়াই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বরিশাল সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জাকির হোসেন এবং আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুটি টিম।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান তাদের অব্যাহত থাকবে।