নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল ও জাটকা ইলিশ সহ সাত জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল ) সকাল থেকে বিকেল পর্যন্ত কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ নদীত জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা হয়।
এ সময় পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় মোট ২০,৬৫,২০০ মিটার কারেন্ট জাল, ৭১৫ কেজি জাটকা ইলিশ ও সাত জন সহ একটি নৌযান আটক করেছে।
বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নেতৃত্বে , অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির ও সহকারী পুলিশ সুপার মোঃ দীন-ই- আলম সার্কেল এবং এসআই মোঃ আলাউদ্দীন আল মাসুম সহ নৌ পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বরিশাল পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, বুধবার কীর্তনখোলা ,কালা বদর ও আড়িয়াল খাঁ নদীত নৌপুলিশের পৃথক অভিযান চালিয়ে মোট ২০,৬৫,২০০ হাজার মিটার কারেন্ট জাল সহ মোট ৭১৫ কেজি জাটকা মাছ জব্দ করতে সক্ষম হই।এসময় সাত জন সহ একটি নৌযান আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো কতৃপক্ষের নির্দেশনায় বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে এবং অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়।
তিনি আরো জানান, জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে।বরিশাল নৌ পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে।