29 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল রাজণীতি

বরিশালে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কাউন্সিলরের ওপর হামলা, আহত ৫

তানজিম হোসাইন রাকিব:বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় কাউন্সিলরে উপর হামলা করা হয়েছে। এতে ওই ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ন কবির সহ ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের হাতের রগ কর্তন করে মাদক ব্যবসায়ীরা। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর ২৬নং ওয়াার্ডের কালিজিরা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা অভিযোগ করেন, গত কয়েককদিন ধরে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ন হাওলাদারের ছত্রছায়ায় স্থানীয় কিছু বখাটেদের মাদক ব্যবসা করে আসছিলো। এতে বাঁধা হয়ে দাঁড়ায় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির। ২৬নং ওয়ার্ডের বেশ কিছু এলাকা স্থানীয়দের উদ্যোগে লকডাউন করা হয়। গতকাল রাতে স্থানীয় মাদক ব্যবসায়ী মামুন ফরাজী এই লকডাউন অমান্য করে এ্যাপোলো হাসপাতাল এলাকায় মাদক পাচার করেছিলেন। এতে বাঁধা দেয় কাউন্সিল অনুসারী সচেতন এলাকাবাসীরা। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় কালিজিরা বাজারে কাউন্সিলরের উপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এতে কাউন্সিলর সহ স্থানীয় কালাম হাওলাদারের পুত্র বাবু হাওলাদার, নুরুল হকের পুত্র মাসুম, আলম হাওলাদারের পুত্র সাদ্দাম ও মোহাম্মাদ আলী আকনের পুত্র শাওন আহত হয়। আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মাসুমের অবস্থা গুরুত্বর, তার হাতের রগ কর্তন করে মাদক ব্যবসায়ীরা।

এ ঘটনায় আলতাফ ফরাজির পুত্র মামুন ফরাজিকে আটক করেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ।

ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির জানায়, ‘বেশ কিছু দিন ধরে মামুন ফরাজী এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো এরই ধারাবাহিকতায় গতকাল এলাকায় লকডাউন অমান্য করে সে মাদক পাচার করতে গেলে এতে বাঁধা দেয় এলাকার সচেতন মানুষ। আমিও তাদের মাদক ব্যবসায় বাঁধা হয়ে দাঁড়ানোর জন্য আজ আমিসহ বেশ কয়েকজনের উপর হামলা চালায় তারা।’

এব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানায়, ‘হামলার ঘটনার সংবাদ পেয়ে আমি সঙ্গিয় ফোর্স সহ ঘটনাস্থলে যাই। স্থানীয়রা হামলাকারী মামুন ফরাজীকে আটক করে রাখলে আমরা তাকে থানায় নিয়ে আসি।’ এঘটনায় আহতরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় তিনি।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official