এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ বরিশাল

বরিশাল নগরীতে সেই পুরনো চিত্র

তানজিম হোসাইন রাকিবঃ   

বরিশালে ‘লকডাউন’ (অবরুদ্ধ) এখন অনেকটাই কাগুজে আদেশে পরিণত হয়েছে। করোনা এড়াতে জেলা প্রশাসন গত ১২ এপ্রিল থেকে নগরীসহ পুরো জেলা লকডাউন ঘোষণা করলে কিছু কিছু এলাকার চিত্র অনেকটা স্বাভাবিক সময়ের মতো। বিশেষ করে নগরীর বাজার রোড, পোর্ট রোড, চক বাজার, সদর রোডসহ বিভিন্ন এলাকায় অনেকটাই ‘শিথিল’ হয়ে গেছে লকডাউন।

সোমবারও দেখা গেছে সেই পুরনো চিত্র। বরং দিন দিন রাস্তায় মানুষ বাড়ছে। করোনা সংক্রামণের ঝুঁকি জেনেও রাস্তায় বের হচ্ছেন হাজারো মানুষ। ওষুধ এবং মুদি দোকান ব্যতিত এই মুহূর্তে অপ্রয়োজনীয় অন্যান্য দোকান খোলা রাখতে নিষেধাজ্ঞা থাকলেও ভিন্ন কৌশলে দোকান চালাচ্ছেন ইলেক্ট্রনিক, কসমেটিক্স, হার্ডওয়্যার, কাপড় ও মুঠোফোনসহ অন্যান্য ব্যবসায়ীরা।

দোকানের কাছে দাঁড়িয়ে থেকে ক্রেতা নিশ্চিত করে তবেই ভেতরে ঢুকিয়ে পণ্য বিক্রি করছেন তারা। একদিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে, অন্যদিকে সুযোগ বুঝে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তারা।

নগরীর রাস্তাঘাটে আগের চেয়ে যান চলাচল বেড়েছে। রিক্সার পাশাপাশি কিছু অটোরিক্সাও চলাচল করতে দেখা গেছে।

এদিকে বরিশালের জনগণকে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। করোনা এড়াতে সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন তিনি। একান্ত বের হতে হলে মাস্ক-গ্লোভস পড়ে বের হওয়ার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official