27 C
Dhaka
অক্টোবর ৩১, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা প্রশাসন

বালা ও এডেক্স জুতার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

বাটা জুতার নাম নকল করে ‘বালা’ ও এপেক্সের নাম পরিবর্তন করে ‘এডেক্স’ জুতা তৈরা করা হচ্ছে। শুধু তাই নয়, এপেক্সের আসল লোগো নকল করে বিভিন্ন জুতায় ব্যবহার করা হচ্ছিল।

বুধবার (২০ এপ্রিল) পুরান ঢাকায় এমন নকল জুতার কারখানার সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক এবং ঢাকা জেলার প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাগফুর রহমান।

অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, পুরান ঢাকার পোস্তা এলাকায় বেশ কিছু জুতার কারখানায় অভিযান চালানো হয়েছে। এখানে বিভিন্ন ব্র্যান্ডের জুতার নামের কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে নকল জুতা তৈরি করা হচ্ছে। যেমন- বাটা জুতার নাম দিয়েছে ‘বালা’, এপেক্স জুতার নাম দিয়েছে ‘এডেক্স’।

ইংরেজিতে নাম দেওয়ায় ভোক্তারা সহজে বুঝতে পারবেন না। এছাড়া এপেক্সের লোগো নকল করে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এভাবে নকল জুতা তৈরি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল কারখানাগুলো। এ ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এ ধরনের অপরাধ করলে আরও বড় শাস্তির আওতায় আনা হবে।

তিনি বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে। ঈদকে সামনে রেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্নভাবে প্রতারিত হতে পারে। ভোক্তা হিসেবে যদি মনে করেন, আপনার অধিকার লঙ্ঘিত হচ্ছে, তাহলে আমাদের হটলাইন ১৬১২১ নম্বরে কল করে অভিযোগ করুন। আমরা প্রমাণ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেবো।

সম্পর্কিত পোস্ট

১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official

ডিএমপির ১৭৩১ মামলায় জরিমানা ৬৫ লাখ টাকা

banglarmukh official

আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট

banglarmukh official

সিআইডি নৌ রেল ও হাইওয়ে পুলিশে নতুন প্রধান

banglarmukh official

যেসব স্থানে স্বল্পমূল্যে বিক্রি হচ্ছে আলু-ডিমসহ ১০ কৃষিপণ্য

banglarmukh official

নগরে নতুন নতুন অটোরিকশা: কারখানা বন্ধে ওসিদের নির্দেশ

banglarmukh official