মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবে জিল্লুর রহমান বেপারীকে সমর্থন দিয়েছি ওই ইউনিয়নের ৭ জন মেম্বার। তিনি কাজিরহাট থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। টানা তিনবারের ৩ নির্বাচিত মেম্বার এই আওয়ামী লীগ নেতা। সমর্থন দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যম দিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদনও দিয়েছেন।
তবে এতেই চটেছেন স্থানীয় এমপি পঙ্কজ নাথ। তিনি সমর্থন করছেন ৪,৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফেরদৌসী বেগমকে। উনার স্বামী নজরুল ইসলাম ঘরামী এমপির অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
এদিকে ইউনিয়নের মেম্বারদের গতকাল জরুরি নোটিসে ভাসানচর ডেকে নেয় এমপি। তাঁর মনোনিত মেম্বারকে প্যানেল চেয়ারম্যান হিসেবে সমর্থন না দিলে দেখে নেয়ার হুমকি দেন। এমনকি আজ ওই সভায় এমপি নিজে উপস্থিত থেকে পছন্দের মেম্বারকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে জানিয়েছেন।
এদিকে গতকাল সন্ধ্যার পর থেকে ইউনিয়ন পরিষদ সচিবের মাধ্যমে সকল মেম্বারদের মেহেন্দিগঞ্জ যাওয়ার জন্য বার্তা পাঠিয়েছে ইউনিয়ন সচিব কামাল হোসেন। অন্যদিকে উপজেলা সদরে নিয়ে মেম্বারদের বাধ্য করবেন বলে জানিয়েছেন একাধিক মেম্বার।
উল্লেখ্য, ত্রাণ বিতরণে অনিয়ম ও চাল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ উপজেলার এক নম্বর আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্থ করা হয়েছে। একই অপরাধে ওই ইউনিয়নের একজনকে মেম্বারকেও সাময়িক বরখাস্থ করা হয়। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ আদেশ জারি করে।