বিজেপির নেতা দিলীপ ঘোষ বলেছেন, অন্য এলাকার লোক তো বটেই, এমনকি পশ্চিমবঙ্গ রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন গ্রামের জামাইও যাতে গ্রামে ঢুকতে না পারে সেদিকে কড়া নজর রাখতে হবে। জামাই এলেও তাকে বলতে হবে, আজ ফিরে যাও। কাল এসো। মাছ-ভাত খাওয়াব। তা না হলে আজ তোমায় ডাণ্ডা খেতে হবে।
পশ্চিমবঙ্গে রাজ্যে আগামী ১, ৩ এবং ৫ মে তিন দফায় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। ভোট সংখ্যা ৫ কোটি ৮ লাখ। ২০টি জেলার ৫৮ হাজার ৪৬৭টি বুথে ভোটগ্রহণ হবে।
পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও বলেছেন, ভোটের দিন প্রতিটি বুথ আগলে রাখতে হবে। বুথে ঢোকা ও বের হওয়ার রাস্তাতেও নজরদারির জন্য অন্তত ৫-৭ জনকে বসে থাকতে হবে। বাইরের কোনও লোককে গ্রামে ঢুকতে দেওয়া চলবে না।আমাদের কর্মীরা পঞ্চায়েতের তিন স্তরেই ভাল ফল করবে। তারা বুক চিতিয়ে লড়াই করতে প্রস্তুত। শাসক দল (মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস) যতই ধমক দিক, অন্য কিছু করুক, তার মোকাবিলায় আমরা প্রস্তুত।
নেতা-কর্মীরদের প্রতি তিনি বলেছেন, বাঁশের লাঠি ভাল করে পালিশ করে নিন। ভোটের দিন বাইরের কেউ গ্রামে ঢুকলে সে যেন খাটিয়া করে হাসপাতাল হয়ে তবে বাড়ি যায়।