28 C
Dhaka
এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

ভোটের দিন গ্রামের জামাইও গ্রামে ঢুকতে পারবে না

বিজেপির নেতা দিলীপ ঘোষ বলেছেন, অন্য এলাকার লোক তো বটেই, এমনকি পশ্চিমবঙ্গ রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন গ্রামের জামাইও যাতে গ্রামে ঢুকতে না পারে সেদিকে কড়া নজর রাখতে হবে। জামাই এলেও তাকে বলতে হবে, আজ ফিরে যাও। কাল এসো। মাছ-ভাত খাওয়াব। তা না হলে আজ তোমায় ডাণ্ডা খেতে হবে।

পশ্চিমবঙ্গে রাজ্যে আগামী ১, ৩ এবং ৫ মে তিন দফায় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে। ভোট সংখ্যা ৫ কোটি ৮ লাখ। ২০টি জেলার ৫৮ হাজার ৪৬৭টি বুথে ভোটগ্রহণ হবে।

পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও বলেছেন, ভোটের দিন প্রতিটি বুথ আগলে রাখতে হবে। বুথে ঢোকা ও বের হওয়ার রাস্তাতেও নজরদারির জন্য অন্তত ৫-৭ জনকে বসে থাকতে হবে। বাইরের কোনও লোককে গ্রামে ঢুকতে দেওয়া চলবে না।আমাদের কর্মীরা পঞ্চায়েতের তিন স্তরেই ভাল ফল করবে। তারা বুক চিতিয়ে লড়াই করতে প্রস্তুত। শাসক দল (মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস) যতই ধমক দিক, অন্য কিছু করুক, তার মোকাবিলায় আমরা প্রস্তুত।

নেতা-কর্মীরদের প্রতি তিনি বলেছেন, বাঁশের লাঠি ভাল করে পালিশ করে নিন। ভোটের দিন বাইরের কেউ গ্রামে ঢুকলে সে যেন খাটিয়া করে হাসপাতাল হয়ে তবে বাড়ি যায়।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official