বিগত ২২ মার্চ বরিশাল-বানারীপাড়া সড়কে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকেলে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ওই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে জেলা বাস মালিক গ্রুপের পক্ষ থেকে ১ লাখ টাকা করে এবং বিসিসি’র মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ব্যক্তিগতভাবে প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে প্রদান করেন।
অনুষ্ঠানে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ছাড়াও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহিন ও সাধারন সম্পাদক কাওছার হোসেন শিপন, জেলা বাস মালিক সমিতির সহসভাপতি মো. ইউনুস, যুগ্ম সম্পাদক কিশোর কুমার দে এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।