চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন মহালংকা এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রি মো. মহসিনের (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার আবুল হাশেমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জাগো নিউজকে জানিয়েছেন, সীতাকুণ্ডের মহালংকা এলাকায় নির্মাণাধীন ভবনের একতলা থেকে পড়ে গুরুতর আহত হন মহসিন নামের এক রাজমিস্ত্রী।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।