নিউজ ডেস্ক:
আজ ০২/০৪/২০১৯ তারিখ ৩৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী সহকারী জজগণ, প্রশিক্ষণের অংশ হিসেবে মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান আহরনের লক্ষে পুলিশ কমিশনার কার্যালয় বরিশালে আগমন করেন।
ছবি: সংগ্রহ।
পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোশারফ হোসেন বিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান বিপিএম তাঁদের স্বাগত জানিয়ে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।বিএমপি পুলিশ কমিশনার আগত প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন, প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বিএমপিকে কৃতজ্ঞতা জানানো হয়।