এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নারী ও শিশু বরিশাল

অটিজম শিশুদের নিয়ে বরিশাল ভিবিডি জেলার বিশ্ব অটিজম দিবস পালিত

স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হলো ভিবিডি বরিশাল জেলার আয়োজনে “আনন্দপ্রহর (সিজন-২)।

আজ বুধবার সকাল ১০ টায় ভিবিডি বরিশাল ডিস্ট্রিক্ট ‘বিশ্ব অটিজম দিবস’ উদযাপন করেছে তাদের সিগনেচার প্রজেক্ট ‘আনন্দ প্রহর’ এর মধ্য দিয়ে। অটিস্টিক শিশুদের মধ্যে চিত্রাঙ্কনের আয়োজন এবং তাদের সাথে কিছু মূল্যবান সময় কাটানোই ছিল প্রজেক্টির লক্ষ্য।

ছবি: শাওন অরন্য।

৫০ জন অটিজম শিশু ও ৪৫ জন ভলান্টিয়ারদের স্বস্তঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল পরিলক্ষিত। প্রজেক্টিতে স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক সিরাজুল মুনীর টিটু সার্বিক সহযোগিতা করেন। তিনি বলেন,তোমাদের এমন আয়োজনে বিশেষ করে অভিভাবকরা আনন্দ পায়, কেননা এসব শিশুদের নিয়ে কেউ বসতে চায় না। তাই তোমাদের এমন আয়োজনকে আমি সাধুবাদ জানাই” এছাড়াও প্রজেক্ট সম্বন্ধে মতামত দেন ভিবিডি বরিশালের প্রসিডেন্ট মো: সৌরভ তালুকদার। তিনি বলেন,বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও আমরা ‘বিশ্ব অটিজম দিবস’কে পালন করছি প্রজেক্ট আনন্দ প্রহর, সিজন-২ এর মাধ্যমে।

ছবি: শাওন অরন্য।

সাধারণত এসব শিশুদের দেখা হয় অবহেলার চোখে কিন্তু এরাও আমাদের মত মানুষ। তাই ওদের সাথে স্বল্প সময় ভাগাভাগি করে নেয়া ও ওদের আনন্দ দেয়াই আমাদের চেষ্টা’। Volunteer for Bangladesh বরাবরই ‘Sustainable Development Goals'(SDGs) নিয়ে কাজ করে। আর ভিবিডি বরিশাল কতৃক আয়োজিত আজকের প্রজেক্টেটিও ছিল এসডিজির ৩ নং গোলের(Quality Education) সাথে সম্পর্কিত।

ভিবিডি বরিশালের সকল ভলান্টিয়ারদের অক্লান্ত চেষ্টায় প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন হয় যার সমাপ্তি ঘটে বেলা ১১ টায়।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official