ভিডিও-তে দেখা যায়, ছবিটির টিকেটের জন্য বৃহস্পতিবার ভোর থেকে বসুন্ধরা সিটির সামনে জড়ো হন শত শত দর্শক। একটি টিকেটের জন্য শুরু করেন হুড়োহুড়ি, শত শত লোক টিকেটের জন্য দৌড়ে যান বসুন্ধরা সিটিতে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকার শত শত মানুষ ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ টিকেটের জন্য সিনেমা হলের দিকে দৌড়াচ্ছে। কেউবা পানির মধ্য দিয়ে দৌড় দিচ্ছে, আবার কেউ ‘উঁচু স্থান’ টপকিয়ে টিকেট পেতে দৌড়াচ্ছে। দৌড়ে গিয়ে লাইনে টিকেটের জন্য দাঁড়াচ্ছে।