বর্তমানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। মাঠ-ঘাট ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি। তার বাকপটুতায় মুগ্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এ কারণে নির্বাচনী এলাকা বসিরহাটের বাইরে বিভিন্ন জেলায় নুসরাতকে নিজের সঙ্গে প্রচারেও নিয়ে যাচ্ছেন তৃণমূলনেত্রী।
সেই নুসরাত এবার সরাসরি জানিয়ে দিলেন, তিনি কেবল প্রার্থী মাত্র। রাজ্যবাসী নিজেদের ভবিষ্যত সুদৃঢ় করতে মমতা ব্যানার্জিকেই ভোট দেবেন।
রবিবার প্রচারে বেরিয়ে নুসরাত বলেন, ‘ভোট আপনাদের ক্ষমতা ও অধিকার, এ রাজ্যে অন্য কাউকে ভোট দিয়ে আপনাদের ভোট নষ্ট করবেন না। নিজেদের ভালো ভবিষ্যতের জন্যই তৃণমূলকে ভোট দেবেন, এছাড়া অন্য কোনও কারণ থাকতে পারে না।’
সেইসঙ্গে নুসরাত জানিয়ে দেন, ‘আমাকে ভোট দিতে হবে না। ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাকে শুধু দোয়া ও আশীর্বাদ করুন।