ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

ইচ্ছার বিরুদ্ধে পাত্র দেখতে যাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নওগাঁর রাণীনগরে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের জন্য পাত্র দেখতে যাওয়ায় এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৪ এপ্রিল) সকালে তার মা ও নানা পাত্র দেখতে গেলে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

এ ঘটনায় দুপুরে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ব্যক্তি সদর ইউনিয়নের সিংড়াডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী গুলজার হোসেনের মেয়ে গুলশানা আক্তার (১৩)। তিনি রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুলছাত্রী গুলশানার এক ছেলে সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কটি তার পরিবার মেনে না নিয়ে, অন্যথায় বিয়ের জন্য বেশকিছু দিন ধরে চাপ দিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় গুলশানার মা ও নানা সোমবার সকালে তাকে বাড়িতে রেখে নওগাঁ শহরে তার জন্য একটি পাত্র দেখতে যান। তারা পাত্রে বাড়িতে পৌঁছানোর আগেই গুলশানা ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। এ সময় তার পরিবারের অন্য সদস্য গুলশানাকে ঝুলন্ত দেখতে পায়।

এদিকে স্থানীয়দের সহযোগিতায় গুলশানাকে ঝুলন্ত অবস্থায় নামিয়ে চিকিৎসার জন্য রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবুল কালাম আজাদ বলেন, স্কুলছাত্রীর মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গুলশানার পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা দায়ের করেছেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক তার পরিবার মেনে না নিয়ে, অন্যথায় পাত্র দেখতে যাওয়ার কারণে হয়তো সে আত্মহত্যা করেছে।

সম্পর্কিত পোস্ট

বিএনপির নাম ভাঙ্গিয়ে ইজারা বহির্ভূতভাবে শেরপুর সীমান্তে বালু উত্তোলনের মহোৎসব

banglarmukh official

খু‌ড়ি‌য়ে খু‌ড়ি‌য়ে চল‌ছে শেরপু‌রের তৃতীয় লি‌ঙ্গের আবাসন কেন্দ্রটি

banglarmukh official

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

banglarmukh official

জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে

banglarmukh official

স্বামীকে ঢাকায় পাঠিয়ে গৃহবধূকে ধর্ষণ, আদম বেপারি গ্রেফতার

banglarmukh official

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল

banglarmukh official