আসন্ন ঈদের আগে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে নৌপথে ১১ দিন বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। আগামী ১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন নৌপুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম।
আজ রোববার ঢাকার গুলশানে নৌপুলিশ হেডকোয়াটার্সের কনফারেন্স রুমে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি ঈদ উপলক্ষে নৌপথে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।
শফিকুল ইসলাম জানান, ১৭-২৭ এপ্রিল পর্যন্ত ১১ দিন বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এছাড়া লঞ্চ চলাচলের সময় মাছ ধরার জাল যাতে ছড়ানো না থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে।
নৌপুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, ‘ঈদের সময় লঞ্চ চলাচল ও মালামাল আনা নেওয়া বেড়ে যায়। তাই খেয়া নৌকা দিয়ে সাবধানতার সঙ্গে পারাপার করতে হবে। কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নিতে হবে।’