নিউজ ডেস্ক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা-বিশারকান্দি সড়কের দক্ষিণ রাজাপুর গ্রামের ফজলুল হক বেপারীর বাড়ির সামনের সড়কে মধ্যে পল্লী বিদুৎতের খুঁটিটি এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। বিষয়টি যেন দেখার কেউ নেই।
স্থানীয়রা জানান, সড়কের মাঝে এ খুঁটির কারনে প্রতিনিয়ত শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা থাকলেও জনস্বার্থে বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তরের প্রয়োজনীয়তা অনুভব করছেন না সংশ্লিষ্ট স্থানীয় কর্মকর্তারা।
এলাকাবাসী অভিযোগ করেন, হারতা-বিশারকান্দি সড়কের মাঝে খুঁটিটি রেখে সম্প্রতিসময়ে কার্পেটিং করা হলেও ঝুঁকিপূর্ণ এ বৈদ্যুতিক খুঁটিটি সড়কের পাশে স্থাপনের জন্য সংশ্লিষ্ট স্থানীয় কর্মকর্তাদের অবহিত করা সত্বেও তারা কোন কর্ণপাত করেননি। সড়কের কাজ সম্পন্ন হওয়ার পর বর্তমানে এ খুঁটিটি মরন ফাঁদে পরিনত হয়েছে।
স্থানীয়রা বড়ধরনের দুর্ঘটনার আগেই খুঁটিটি সড়কের পাশে স্থাপনের জন্য বিদ্যুত বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।